ডায়াল সিলেট ডেস্ক :: স্বরলিপিসহ মোড়ক উন্মোচন হল কবি প্রতীম কুমার সিংহ অনূদিত রবীন্দ্রসঙ্গীত। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় অনূদিত রবীন্দ্রসঙ্গীত নিয়ে প্রকাশিত গ্রন্থের নাম দেয়া হয়েছে ‘নুংকুপী’। যার বাংলা চাতক পাখি।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বললেন, এখন থেকে মণিপুরীরা নিজ মাতৃভাষাতেই রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবেন। আর অনুবাদ না হলে সাহিত্যের বিস্তৃতি সীমাবদ্ধ থাকে। স্তব্দ থাকে সংগীতের সুধা বিতরণ। এজন্য অনুবাদক ও স্বরলিপিকারকে ধন্যবাদ জানান বক্তারা। এসময় বক্তারা গাওয়ার সময় যথাযথ সুর অনুসরণের আহ্বান জানান।

 

মঙ্গলবার রাত এটুজেড মিডিয়ার স্টুডিওতে নুংকুপী’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রোটারিয়ান নির্মল কুমার সিংহ।

 

সাধারণ সম্পাদক সাংবাদিক সংগ্রাম সিংহের পরিচালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

 

কবিগুরু রবি ঠাকুর রচিত তিরিশটি রবীন্দ্রসঙ্গীতের অনুবাদক ভারতের কবি, গীতিকার প্রতীম কুমার সিংহ তার বক্তব্যে বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় অনূদিত রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি করেছেন বিশিষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী মতি পাপিয়া ভৌমিক। তিনি বলেন, এখন থেকে নিজ মাতৃভাষাতেই রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবেন বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা। তবে ভারতে বাঙালি শিল্পীরাও গাইছেন বলে জানান তিনি।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মণিপুরী সমাজকল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির নেতা স্বপন কুমার সিংহ, সিলেট জেলা শাখার সহ সভাপতি উচিত কুমার সিংহ, মণিপুরী প্রকাশনা সংস্থা পৌরির সম্পাদক সুশীল কুমার সিংহ, পন্ডিত প্রসন্ন কুমার সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবর কার্যকরী কমিটির সদস্য রণজিত সিংহ, চলচ্চিত্র পরিচালক উত্তম কুমার সিংহ, মাছিমপুর রবীন্দ্র স্মরণোৎসব’র সদস্য সচিব সাংবাদিক সুনীল সিংহ, মণিপুরী জন্মষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মণিসেনা সিংহ, রোটারিয়ান শান্তি রাণী সিনহা, আইটি উদ্যোক্তা রঞ্জন সিংহ, উদ্যোক্তা অনির্বাণ সিংহ ও সমাজকর্মী আরতি সিনহা।

 

বক্তারা আরো বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরীসহ ক্ষুদ্র জাতিসত্তাসমুহের অতীত ইতিহাস অনেক গর্বের। বৃটিশ বিরোধী ভানুবিল কৃষক প্রজা আন্দোলন, বাহান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তাদের ভুমিকা কৃতজ্ঞতার দাবিদার। সেসব গৌরবগাঁথাও ক্রমেই উঠে আসা উচিত। বিশ্বকবি মণিপুরী নৃত্যকে বিশ্বনন্দিত স্বীকৃতির পথ তৈরী করে দিয়ে গেছেন। সিলেট নগরীর মাছিমপুরে কবির আগমন স্মৃতি সংরক্ষণ ও বিকাশে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *