নিজস্ব প্রতিবেদক:: সিলেটে বিভাগজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৪৫৪ জন এবং মারা গেছেন ৯৪ জন। আজ বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে রোগির সংখ্যা বেড়েছে ৭৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৮ জন, সুনামগঞ্জ জেলায় ১৫ জন। এ সময় মৃতু্ হয়েছে ৪ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৩ জন, সুনামগঞ্জ জেলায় ১ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ২৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১০২ জন, সুনামগঞ্জ জেলায় ৪০ জন, হবিগঞ্জ জেলায় ৭২ জন, মৌলভীবাজার জেলায় ২৫ জন।
সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত মোট ৫ হাজার ৪৫৪ জন ও মারা গেছেন ৯৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৫৯১ জন, সুনামগঞ্জ জেলায় ৭৪৩ জন, হবিগঞ্জ জেলায় ৩১৩ জন, মৌলভীবাজার জেলায় ৩৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৯২৭ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ১১৮ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ৫৭৫ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৮৩৪ জন।

