ডায়াল সিলেট রিপোর্ট :: সিলেট-তামাবিল সড়কে বাস-ইজিবাইক (ব্যাটারিচালিত রিকশা) সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে দরবস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার। নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন- বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন উরফে কাছাই (৪৫)।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। ৫ জন নিহতের খবর পেয়েছি। তবে এখনো নিশ্চিত হতে পারিনি।’’
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীতমুখী টমটমের সাথে সংঘর্ষ হয়। টমটমে ৭ যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক।

