নিজস্ব প্রতিবেদক::   সিলেটে বিভাগজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৫৭৩ জন এবং মারা গেছেন ৯৫ জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে রোগির সংখ্যা বেড়েছে ১১৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪০ জন, সুনামগঞ্জ জেলায় ১৮ জন, হবিগঞ্জ জেলায় ২৮ জন, মৌলভীবাজার জেলায় ৩৩ জন্। এ সময় মৃতু্ হয়েছে ১ জনের। আর এই মৃত ব্যক্তি হচ্ছেন মৌলভীবাজার জেলার।

এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ২৪১ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১০০ জন, সুনামগঞ্জ জেলায় ৪২ জন, হবিগঞ্জ জেলায় ৭৫ জন, মৌলভীবাজার জেলায় ২৪ জন।

সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত মোট ৫ হাজার ৫৭৩ জন ও মারা গেছেন ৯৫ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৬১৭ জন, সুনামগঞ্জ জেলায় ৭৭৫ জন, হবিগঞ্জ জেলায় ৩৩৭ জন, মৌলভীবাজার জেলায় ৩১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৯৬৭ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ১৩৬ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ৮৬২ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৬০৮ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *