ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণী) পরিবারের শতভাগ পুনর্বাসনের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সাথে এক যৌথ সভা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে যৌথ সভায় প্রধান অতিথি ছিলেন- সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. রইছ আল রেজুয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন (ক-শ্রেণী) পরিবারকে ২ শতক জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। কমলগঞ্জ উপজেলায় ১ম পর্যায়ে ৮৫টি, ২য় পর্যায়ে ৩৩০টি, ৩য় পর্যায়ে ৫০টি সমাপ্ত হয়েছে এবং ৪র্থ পর্যায়ে ৩৩৬ টি বরাদ্দকৃত ঘরের মধ্যে ২৮৩ টি সম্পন্ন হয়েছে, চলমান রয়েছে ৫৩টি।

Thank you for reading this post, don't forget to subscribe!

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *