ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৭৭ পিস ইয়াবাসহ উজ্জল বৈদ্য (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ (১১ জুলাই) মৌলভীবাজার সদরের মাতারকাপন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে এএসআই রইস আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মৌলভীবাজার সদর উপজেলার ০৭নং চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকার বিএনএসবি চক্ষু হাসপাতালের পেছনে মৌলভীবাজার পৌরসভার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের সামনে থেকে আসামিকে আটক করা হয়।
ঘটনাস্থল থেকে আটককৃত উজ্জ্বল বৈদ্যর দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৭৭ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত আসামি উজ্জ্বল বৈদ্য মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন ছড়ারপাড়া এলাকার হরি বৈদ্যর ছেলে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

