স্পোর্টস ডেস্ক :: একমাত্র টেস্ট রেকর্ড ব্যবধানে জেতার পর ওয়ানডে সিরিজ হার। এবার টি-টোয়েন্টি চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজকে সামনে রেখে আজ (বুধবার) দুপুরে সিলেটে পা রেখেছেন সাকিব-মুশফিকরা।
Thank you for reading this post, don't forget to subscribe!
আগামী ১৪ এবং ১৬ জুলাই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এই স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শিডিউল রয়েছে আগামীকাল সকাল দশটা থেকে। দুপুর ১২টায় হবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
এদিকে আফগানিস্তান দলও সিলেটে পা রেখেছে। তাদের সংবাদ সম্মেলন আগামীকাল দুপুর ১টা ৩০ মিনিটে, অনুশীলন শুরু হবে বেলা দুইটা থেকে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

