ডায়াল সিলেট ডেস্ক: ১৯ জুলাই বুধবার বিকেলে প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়া (১৭) কুলাউড়া থানাধীন রবিরবাজারের বেঙ্গল ফুড দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বেঙ্গল ফুডের পরিবেশক খালিদ হাসান রুমেল মালবাহী গাড়ি থেকে পণ্য নামানোর কাজ করান। এ সময় প্রতিবন্ধী ওই কিশোর কোমল পানীয় একটি ‘টাইগার’ নিয়ে যায়। বিষয়টি দেখে খালিদ হাসান রুমেল তার দোকানের কয়েকজন কর্মচারীসহ প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়াকে আটক করে। এই সময় উক্ত কিশোরের চাচাতো ভাই জিবান আহমদ (১৬) আগাইয়া আসিলে উক্ত কিশোর দু’জনকে তারা আটক করিয়া বেঙ্গল ফুডের উপরে একটি জিম সেন্টারে নিয়ে হাত-পা বেঁধে রাত সাড়ে ৮টা পর্যন্ত নির্যাতন চালিয়ে মারপিট করে জখম করে। নির্যাতনের পর চুরির অভিযোগে রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে উল্লেখিত দুই কিশোরকে নেওয়া হলে সমিতির নেতৃবৃন্দরা সাদা কাগজে নির্যাতিত দুই কিশোরের অভিভাবকদের স্বাক্ষর নিয়ে তাদেরকে ছেড়ে দেন। পরে আহত দুই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চিকিৎসা করানো হয়। উক্ত ঘটনার বিষয়ে প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়ার ভাই রাসেল মিয়া বাদী হয়ে থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করিলে শিশু আইনে মামলা রুজু করা হয়। ঘটনার বিষয়ে থানায় মামলা রুজু হওয়ার পর অফিসার ইনচার্জ এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মোঃ হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া অভিযুক্ত ১। খালিদ হাসান রুমেল (৩০), পিতা-খলিল মিয়া, সাং-রাজনগর, ২। পাপ্পু পাল (২১), পিতা-রিশিকেশ পাল, সাং-নন্দীরগ্রাম, উভয় থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার‘দ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!
