ডায়াল সিলেট ডেস্ক:  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে‍‍`নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ‍‍`-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার  সকাল সাড়ে ১০ টায় এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।পরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়ালী যুক্ত হয়ে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।সভায় আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতলিব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আকরাম খান, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আশিকুর রহমান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *