ডায়াল সিলেট ডেস্ক: বিএনপির অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ জুলাই) বিকেল চারটায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে সেন্ট্রাল রোডে আই নিউজ অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সদর উপেজলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েবের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, যুবলীগ শেখ রুমেল আহমদ, নিক্সন গৌছ উদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।