মনজু বিজয় চৌধুরী॥  পর্যটন জেলা শহর মৌলভীবাজারে বেগম ফজিলাতুন নেছা মুজিব’র ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তর,মৌলভীবাজার’র সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম’র সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার -৩ আসনের ( মৌলভীবাজার সদর-রাজনগর) সংসদ সদস্য ও জেলা আওয়ামীলী সভাপতি নেছার আহমদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভা মেয়র ফজলুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পিপিএম বার), সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভাংশু সোম মহান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্নালী পাল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোসাঃ শাহীনা আক্তার, জেলা মৎস কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ, সদর উপজেলা ইউএনও মোঃ শরীফ উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন, মৌলভীবাজার সদর মডেল থানার ওসি হারুনোর রশীদ প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলার ৭টি উপজেলায় ৯০ জন ছেলে মেয়েকে সেলাই মেশিন ও ৭৫ জন ছেলে মেয়েকে ২ হাজার টাকা করে নগদ অর্থ দেয়া হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *