সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটকে এগিয়ে নিতে হলে সব মহলের সহযোগীতা জরুরী। সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন বরাবরই প্রগতিশীল আন্দোলনের সামনের কাতারে থাকেন। সিলেটের সংস্কৃতি কর্মীরাও যুগেযুগে গণতন্ত্র ও সাধারণ মানুষের কল্যাণে মূল্যবান অবদান রেখেছেন, আগামীতেও রাখবেন।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, আমি তাদের সেই অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। সিলেটকে এগিয়ে নিতে, ইতিবাচক পরিবর্তনে তাদের আন্তরিক সহযোগীতা একান্ত প্রয়োজন। আমি আশাবাদী, তারা তাদের সহযোগীতার হাত আরও প্রসারিত করবেন।
তিনি বুধবার (৯ আগস্ট) দুপুরে সিলেট বেতারে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় সিলেট বেতার কেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা মেয়রকে অবহিত করেন আঞ্চলিক পরিচালক। সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেন যৌক্তিক দাবিগুলোর প্রতি একাত্মতা পোষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন,সিনিয়র সাংবাদিক আল আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হিমাদ্রি শেখার রায়, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপ আঞ্চলিক পরিচালক তারেক জহিরুল হক, পবিত্র কুমার দাশ, সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, মো. দেলওয়ার হোসেন, সহকারী বেতার প্রকৌশলী মেহরাজ আহমেদ, নাট্য ব্যক্তিত্ব এনামুল মুনির,সাংবাদিক সাজলু লস্করসহ নেতৃবৃন্দ।

