ডায়ালসিলেট ডেস্ক :: বিশ্বে যতগুলো টি টোয়েন্টি টুর্নামেন্ট হয়, আইপিএল-ই সবার সেরা।
Thank you for reading this post, don't forget to subscribe!গতকাল সোমবার আইসিসি-র বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এ বারের টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না। তার ফলে প্রায় একই সময়ে আইপিএল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সম্পর্কে উচ্ছ্বসিত কিউয়ি স্পিনার বলেন, ‘‘বিশ্ব জুড়ে যতগুলো টি টোয়েন্টি টুর্নামেন্ট হয়, তার মধ্যে আইপিএল-ই সেরা। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংস আমাকে দলে নেয়। আমি রীতিমতো উত্তেজিত ছিলাম। এ রকম একটা টুর্নামেন্টে খেলতে পারব, ভেবেই ভাল লাগছিল। অবিশ্বাস্য একটা টুর্নামেন্ট আইপিএল।’’
কিউয়ি বলেন, “ধোনির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার অভিজ্ঞতাই অন্য রকমের। খেলা সম্পর্কে ওর চিন্তাভাবনা আমাকে মুগ্ধ করেছে।’’
সব ঠিকঠাক থাকলে স্থগিত হয়ে যাওয়া আইপিএল-এর বল আবার গড়াবে। মেগা এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতেই দেখা যাবে স্যান্টনারদের মতো তারকাদের।

