নিজস্ব প্রতিবেদক ::  সিলেটে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ১৫৬ জন এবং মারা গেছেন ৩ জন।

আজ বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলার মধ্যে সিলেট জেলায় ৯১ জন, সুনামগঞ্জ জেলায় ১৫ জন, হবিগঞ্জ জেলায় ২২ জন, মৌলভীবাজার জেলায় ২৮ জন সনাক্ত। মারা ৩ জনের মধ্যে সিলেট জেলার ১ জন এবং হবিগঞ্জ জেলার ২ জন।

এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ২২৪ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮৮ জন, সুনামগঞ্জ জেলায় ৫১ জন, হবিগঞ্জ জেলায় ৫৭ জন, মৌলভীবাজার জেলায় ২৮ জন।

সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৪৬ জন ও মারা গেছেন ১২৪ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯০১ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৯৪১ জন, সুনামগঞ্জ জেলায় ৯৯৬ জন, হবিগঞ্জ জেলায় ৫০৬ জন, মৌলভীবাজার জেলায় ৪৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ৭১৩ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৩৪৪ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৮৯৮ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *