সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কাটাগাঙ্গ নদী পার হওয়ার সময় বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়ে গেছে একটি মালবাহী ট্রাক। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর থেকে একটি ট্রাক হবিগঞ্জের দিকে রওয়ানা দেয়। পথে কাটাগাঙ্গ নদী পার হওয়ার সময় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে ট্রাকচালক ও হেলপার নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ অভিযান চালাচ্ছেন।
এদিকে, সেতুটি ভেঙে যাওয়ায় জগন্নাথপুর থেকে হবিগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকা পড়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা বর্তমানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছি। বিস্তারিত পরে জানানো যাবে।

