মানবপাচার মামলা
Thank you for reading this post, don't forget to subscribe!
আন্তর্জাতিক ডেস্ক :: মালয়েশিয়ায় মানবপাচার মামলায় গত প্রায় সাড়ে আট বছরে তিন হাজার ১৯৩ জনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।
দেশটির ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশন) জাফরি এমবোক তাহা বলেছেন, ২০১৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে পর্যন্ত মানবপাচার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
জাফরি এমবোক তাহা বলেছেন, এ সময়ের মধ্যে ২ হাজার ১১০টি মামলার তদন্তে মানবপাচার এবং অভিবাসীদের চোরাচালান বিরোধী আইন-২০০৭ এর অধীনে কিছু ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বার্নমা রেডিওতে এক সাক্ষাৎকারে জাফরি এমবোক তাহা বলেন, মানবপাচারের ঘটনাগুলো লিঙ্গ বা বয়স নির্বিশেষে মালয়েশিয়ান এবং বিদেশি উভয়কেই প্রভাবিত করে।
জাফরি বলেন, মানবপাচারের বিরুদ্ধে লড়াই করা শুধু আইন প্রয়োগকারী সংস্থার কাজ নয়। কারণ, এর জন্য সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, মামলা পরিচালনার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তার মধ্যে অন্যতম ভিকটিমদের সহযোগিতা পাওয়া। এমন পরিস্থিতি রয়েছে যেখানে ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করতে অস্বীকার করেন। এটি ভয় বা মানসিক আঘাতের কারণে হতে পারে। যা কর্তৃপক্ষের পক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া কঠিন করে তোলে।

