ডায়াল সিলেট ডেস্ক:সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় যত্নবান হোন, না হলে বিদেশি প্রভুরা আপনাদের পতন ঠেকাতে পারবে না।
জনগণের তাড়া খেয়ে পালাবার পথ খুঁজে পাবেন না। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে তিনি ফেনী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন বাবুলের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন ফখরুল। উল্লেখ্য, সোমবার নিজ বাসার সামনে সন্ত্রাসী হামলার শিকার হন দেলোয়ার হোসেন।
ফখরুল বলেন, ‘দেশ পরিচালনায় আওয়ামী সরকারের সীমাহীন ব্যর্থতা, প্রশাসনিক কাজে চরম অদক্ষতা, আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ-র্যাব দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ ও সরকারি দলের নেতারা সন্ত্রাসীদের উসকে দেয়ার কারণেই একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে চলেছে। সরকারের অনাচারে দেশে চরম জনদুর্ভোগ চলছে।
আইনের শাসন ভূলুণ্ঠিত, জনগণের গণতান্ত্রিক অধিকার চরমভাবে লাঞ্ছিত। মানুষ মারাত্মকভাবে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে সন্ত্রাসীদের লালন করার জন্যই এ অবস্থা। প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় সরকারের উদাসীনতা ও অমনোযোগিতার ফলেই দেশে ক্রমান্বয়ে সহিংসতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে।