নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনায় দুটি ল্যাবে মোট সনাক্ত হয়েছেন ৭৬জন। শুক্রবার রাত পর্যন্ত দুটি ল্যাব সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৫২ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ২৪জন পজেটিভ ধরা পড়েছে। এনিয়ে বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭ হাজার ৩২০ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৫২ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১৩০ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ২১ জন ও পুরুষ ৩১ জন, । এদের মধ্যে সিলেট জেলায় ৪৪ জন, সুনামগঞ্জ জেলা ৪ হবিগঞ্জ জেলায় ২ জন, মৌলভীবাজার জেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। এদের মধ্যে সিলেট জেলায় ১৫জন এবং সুনামগঞ্জ জেলায় ৯জন আক্রান্ত হয়েছেন।
সব মিলিয়ে সিলেটবিভাগের মধ্যে সিলেটে ৫৯জন, সুনামগঞ্জ ১৩জন, হবিগঞ্জ ২জন এবং মৌলভীবাজারে ২ জনসহ ১দিনে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৬ জন ।

