নিজস্ব প্রতিবেদক ::   সিলেটে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ৭৫ জন এবং মারা গেছেন ৫ জন।

আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলার মধ্যে সিলেট জেলায় ৩৫ জন, সুনামগঞ্জ জেলায় ১৭ জন ও মৌলভীবাজার জেলায় ২৩ জন সনাক্ত। মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন সিলেট জেলার এবং ১ জন মৌলভীবাজার জেলার।

এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১৮১ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭৬ জন, সুনামগঞ্জ জেলায় ৩৪ জন, হবিগঞ্জ জেলায় ৪৫ জন, মৌলভীবাজার জেলায় ২৬ জন।

সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৭৩৯ জন ও মারা গেছেন ১৪৬ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬১ জন ও মারা গেছেন ১০৮ জন, সুনামগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ১০৭ জন ও মারা গেছেন ১৫ জন, হবিগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ৬৬৪ জন ও মারা গেছেন ১০ জন, মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ৫৫০ জন ও মারা গেছেন ১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ১৫৪ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৪৬১ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৮ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৯৮৬ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *