ডায়াল সিলেট রিপোর্ট :: দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবন আনুষ্ঠানিকভাবে দ্বার উন্মোচিত হয়েছে। রবিবার বিকেলে সিলেট নগরের বিশিষ্টজনদের সাথে নিয়ে ফিতা কেটে পূণঃসংস্কারকৃত সারদা হলের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
Thank you for reading this post, don't forget to subscribe!
বাচিক শিল্পী নাজমা পারভিন এর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সংস্কৃতি সমাজকে আলোকিত করে, সমাজের অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে যেতে সাংস্কৃতিক আন্দোলনের অবদান অপরিসীম।
সিসিক মেয়র বলেন, কোনো বাধাই সাংস্কৃতিক অগ্রযাত্রা রুখতে করতে পারবে না। মেয়র সারদাহলে মহড়ারত নাট্য ও সংস্কৃতিকর্মীদের উপর হামলার নিন্দা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা সদরউদ্দিন আহমদ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো.আরশ আলী, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট বেনানন্দ ভট্টাচার্য, বীরমুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, বিশিষ্ট শিক্ষাবিদ ড.আবুল ফতেহ ফাত্তাহ্, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাজনীন হোসেন, বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিসিক কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর বিক্রম কর সম্রাট, নবনির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেফুল, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিন সহ সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন আবৃত্তি, নৃত্য ও সংগীতশিল্পীরা।

 
                     
 