“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতা” ”এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
সোমবার ২ অক্টোবর মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মোহসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ প্রমূখ।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, উৎপাদনশীলতাকে বাড়াতে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। এজন্য সবার মধ্যে উৎপাদনশীলতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *