নিজস্ব প্রতিবেদক ::  সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৩৯ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর  ল্যাব থেকে ৫৪ জন করোনা পজেটিভ ধরা পড়েছে। শুক্রবার রাত পর্যন্ত দুটি ল্যাব এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৯৩জন।বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা  দাড়ালো ৮ হাজার ৫০২ জন।

সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮৭টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৪৩ জনের আসে নেগেটিভ।

এর মধ্যে মহিলা ৬ জন ও পুরুষ ৩৩ জন, ।  এদের মধ্যে সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জ ৩জন হবিগঞ্জ ২ জন, মৌলভীবাজার জেলায় ১৮ জন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ২৩৪টি স্যাম্পুল রিসিব করা হয়েছে এ মধ্যে ১৮৮ জনের পরীক্ষা করা হলে ৫৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ১৩৪ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে  সিলেট জেলায় ১৭জন ও সুনামগঞ্জ জেলার ২৮জন, হবিগঞ্জ ৯জন রয়েছেন।

সব মিলিয়ে সিলেটবিভাগের মধ্যে সিলেটে ৩৩ জন, সুনামগঞ্জ ৩১ হবিগঞ্জ ১১ জন,  মৌলভীবাজারে ১৮ জনসহ ১দিনে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯৩ জন ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *