নিজস্ব প্রতিবেদক ::  সিলেটে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ৮৫ জন। আজ রবিবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, চারটি জেলার মধ্যে সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জ জেলায় ৫ জন,হবিগঞ্জ জেলায় ৮ জন ও মৌলভীবাজার জেলায় ৩০ জন সনাক্ত হয়েছেন।

এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটে ৮১ জন, সুনামগঞ্জ জেলায় ১৩ জন, হবিগঞ্জ জেলায় ৩৮ জন, মৌলভীবাজার জেলায় ২২ জন।

সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৮ হাজার ৫৮২ জন ও মারা গেছেন ১৫৩ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৫২ জন ও মারা গেছেন ১১২ জন, সুনামগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ২২৩ জন ও মারা গেছেন ১৭ জন, হবিগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ৮০৯ জন ও মারা গেছেন ১১ জন, মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ৬৬৮ জন ও মারা গেছেন ১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, রবিবার  পর্যন্ত সিলেটবিভঅগের মধ্যে মোট শনাক্তের সংখ্যা সিলেট জেলায়  ৪ হাজার ৬২৫ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৬০১ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৭ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ৯৯ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *