মনজু বিজয় চৌধুরী॥ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে জেলার বিভিন্ন থানা এলাকায় গুনী শিক্ষকদের সম্মাননা জানানো হয়।৫ অক্টোবর  পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) র নির্দেশনায় মৌলভীবাজার জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণের মাধ্যমে শিক্ষকদের ফুল এবং শুভেচ্ছা উপহার পাঠানো হয়। মৌলভীবাজার পুলিশ সুপার পক্ষ থেকে  কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ জনাব রসময় মোহান্তকে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ফুল এবং শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় আবেগাপ্লুত হয়ে শিক্ষক রসময় মোহান্ত পুলিশ সুপারের সাথে কথা মুঠোফোনে কথা বলে ধন্যবাদ জানান এবং তার লেখা বই পুলিশ সুপারকে উপহার দেন।মৌলভীবাজার সদর থানায় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা জনাবা ফয়জুন্নেছা কোরেশীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।শ্রীমঙ্গলে অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার শ্রীমঙ্গল সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জনাবা শামসুন্নাহার মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পৌঁছে দেন।এছাড়া বড়লেখা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দীপক রঞ্জন দাস এবং জেলার অন্য থানা থেকে জেলা পুলিশের পক্ষ থেকে গুনী শিক্ষকদের শুভেচ্ছা উপহার পৌঁছে দেয়া হয়।পুলিশ সুপার  মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বলেন, “শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। আমি বা আমরা জীবনে যতখানিই শিখতে পেরেছি সেখানে শিক্ষকদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। আজকে বিশ্ব শিক্ষক দিবসে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে সম্মান জানানোর ক্ষুদ্র প্রয়াস করেছি।”

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *