নিজস্ব প্রতিবেদক ::  সিলেটে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ১৬২ জন। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪টি জেলার মধ্যে সিলেট জেলায় ৯0 জন, সুনামগঞ্জ জেলায় ৩০ জন,হবিগঞ্জ জেলায় ৩৪জন ও মৌলভীবাজার জেলায় ৮ জন সনাক্ত।

এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১৪৪  জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটে ৭৭ জন, সুনামগঞ্জ জেলায় ১২ জন, হবিগঞ্জ জেলায় ৩৮ জন, মৌলভীবাজার জেলায় ১৭ জন।

সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৮ হাজার ৮১১ জন ও মারা গেছেন ১৫৩ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ২৩০ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৬ জন ও মারা গেছেন ১১২জন, সুনামগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৭১ জন ও মারা গেছেন ১৭ জন, হবিগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন ও মারা গেছেন ১১ জন, মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ৬৯৫ জন ও মারা গেছেন ১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, মঙ্গলবার  পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৭৪৯ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৬৪৬ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৬ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ১২০ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *