নিজস্ব প্রতিবেদক :: করোনায় সিলেটের দুটি ল্যাব থেকে ১৪৪ জন পজেটিভ রোগী সনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৭০ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৭৪ জন করোনা পজেটিভ ধরা পড়েছে। বুধবার রাত পর্যন্ত দুটি ল্যাব এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১৪৪ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪৭টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৭০ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২১২ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ২২ জন ও পুরুষ ৪৮ জন, । এদের মধ্যে সিলেট জেলায় ৮ জন, সুনামগঞ্জ ১জন ও মৌলভীবাজার জেলায় ৬১ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ১২৪টি স্যাম্পুল রিসিব করা হয়েছে এ মধ্যে ২৩৮ জনের পরীক্ষা করা হলে ৭৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ১৬৪ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলায় ২১ জন ও সুনামগঞ্জ জেলার ২৩জন, হবিগঞ্জ ৩০ জন রয়েছেন।
সব মিলিয়ে সিলেটবিভাগের মধ্যে সিলেটে ২৯ জন, সুনামগঞ্জ ২৪ হবিগঞ্জ ৩০ জন, এবং মৌলভীবাজারে ৬১ জনসহ ১দিনে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৪৪ জন ।বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯ হাজার ৬১ জন।

