নিজস্ব প্রতিবেদক :: সিলেটে আবারো করোনায় আক্রান্ত হয়েছেন৭৯জন। ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৩৯ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৪০ জন করোনা পজেটিভ ধরা পড়েছে। শনিবার রাত পর্যন্ত দুটি ল্যাব এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭৯ জন। বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯ হাজার ৩০৮ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২২৪টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৪৩ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ১৬ জন ও পুরুষ ২৩ জন।এদের মধ্যে সিলেট জেলায় ৩১ জন, সুনামগঞ্জ ৩জন, হবিগঞ্জ ২ ও মৌলভীবাজার জেলায় ৩জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ২৫৩টি স্যাম্পুল রিসিব করা হয়েছে তার মধ্যে ১৮৮ জনের পরীক্ষা করা হলে ৪০ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ১৪৮ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলায় ১৩ জন ও সুনামগঞ্জ জেলার ২৩জন, হবিগঞ্জ ৪জন রয়েছেন।
সব মিলিয়ে আক্রান্ত হলেন মধ্যে সিলেটে ৪৪ জন, সুনামগঞ্জ ২৬জন,হবিগঞ্জ ৬জন এবং মৌলভীবাজারে ৩জনসহ ১দিনে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৯ জন ।

