নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দুটি ল্যাবে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৭০ জন। ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৪৯ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ২১ জন করোনা পজেটিভ ধরা পড়েছে। রবিবার রাত পর্যন্ত দুটি ল্যাব এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭০ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩৭টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৪৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৩৩ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ৮ জন ও পুরুষ ৪১ জন।এদের মধ্যে সিলেট জেলায় ২৩ জন, সুনামগঞ্জ ২জন, ও মৌলভীবাজার জেলায় ২৪জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ১৫১টি স্যাম্পুল রিসিব করা হয়েছে তার মধ্যে ৪৩ জনের পরীক্ষা করা হলে ২১ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ২২ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সকলেই সিলেট জেলার।
সব মিলিয়ে আক্রান্ত হলেন মধ্যে সিলেটে ৪৪ জন, সুনামগঞ্জ ২৬জন,হবিগঞ্জ ৬জন এবং মৌলভীবাজারে ৩জনসহ ১দিনে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৯ জন। এর আগে আজ সকাল পর্যন্ত বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ২৯৯ জন।

