নিজস্ব প্রতিবেদক :: সিলেটের করোনায় দুটি ল্যাবে মোট আক্রান্ত হয়েছেন ১০০ জন। ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২৯ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৭১ জন করোনা পজেটিভ ধরা পড়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার রাত পর্যন্ত দুটি ল্যাব এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১০০ জন। সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪০১ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৫৩ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ৬ জন ও পুরুষ ২৩ জন।এদের মধ্যে সিলেট জেলায় ২৬ জন, ও মৌলভীবাজার জেলায় ৩ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ৩০২ টি স্যাম্পুল রিসিব করা হয়েছে তার মধ্যে ১৮২ জনের পরীক্ষা করা হলে ৭১ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ১১১ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সুনামগঞ্জ জেলায় ৬৪জন এবং হবিগঞ্জ জেলার ৭জন।
সব মিলিয়ে আক্রান্ত হলেন মধ্যে সিলেটে ২৬ জন, সুনামগঞ্জ ৬৪ জন,হবিগঞ্জ ৭জন এবং মৌলভীবাজারে ৩জনসহ ১দিনে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০০ জন। এর আগে আজ সকাল পর্যন্ত বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৩৬৯ জন।

