ডায়াল সিলেট ডেস্ক :: ‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’, এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি তথ্য মেলা।
বৃহস্পতিবার শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটি সনাক টিআইবি শ্রীমঙ্গলের উদ্যাগে এ মেলা অনুষ্ঠিত হয়। সকালে মেলাটি উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদ্ধীপ তালুকদার এর সভাপতিত্বে ও সনাক সদস্য শাহ আরিফ আলী নাসিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক শ্রীমঙ্গল সভাপতি সৈয়দ নেসার আহমদ, সনাকের সাবেক সভাপতি সাইয়্যিদ মুজীবুর রহমান, তথ্য মেলা উপকমিটির আহবায়ক এডভোকেট আলাউদ্দিন আহমেদ, টিআইবি সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর মো, আরিফুল ইসলাম, এসিজি আহবায়ক মো, সবুজ মিয়া ও ইয়েস সাবেক দলনেতা মো. আব্দুর রহিম সাহেদ। দিনব্যাপী তথ্য মেলায় সরকারের সেবাদানকারী ২৮ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
মেলায় তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, গণশুনানী, শিশুদের চিত্রাংকন, বিতর্ক, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর, ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা, পুরস্কার বিতরণ ও সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলা শুরুর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *