প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে মঙ্গলবার রাত পর্যন্ত করোনায় দুটি ল্যাবে মোট পজেটিভ সনাক্ত হয়েছেন ১৫৯ জন। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৫৯ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ১০০ জন করোনা পজেটিভ ধরা পড়েছে।
সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২০১ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৫৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২২৩ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ১৩ জন ও পুরুষ ৪৬ জন। এদের মধ্যে সিলেট জেলায় ২৬ জন, ও সুনামগঞ্জ জেলায় ১জন, হবিগঞ্জ জেলায় ১জন এবং মৌলভীবাজার জেলায় ৩১ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ২১৪ টি স্যাম্পুল রিসিব করা হয়েছে তার মধ্যে ৩৭৬ জনের পরীক্ষা করা হলে ১০০ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ২৭৬ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলায় ৬৩জন, সুনামগঞ্জ জেলায় ১৯জন এবং হবিগঞ্জ জেলার ১৮জন।
সব মিলিয়ে আক্রান্ত হলেন মধ্যে সিলেটে ২৬ জন, সুনামগঞ্জ ৬৪ জন,হবিগঞ্জ ৭জন এবং মৌলভীবাজারে ৩জনসহ ১দিনে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০০ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech