নিজস্ব প্রতিবেদক :: করোনা বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যতবেশী নমুনা পরীক্ষা করা হয় করোনা আক্রান্তের রোগীর সংখ্যাও তেমনি বৃদ্ধি পাচ্ছে। শনিবার রাত পর্যন্ত সিলেটের দুটি ল্যাবে পরীক্ষা শেষে মোট পজেটিভ সনাক্ত হয়েছেন ৫৬জন । এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৩৬ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ২০ জন করোনা পজেটিভ ধরা পড়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯৩ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৬ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১৫২ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ১৪ জন ও পুরুষ ২২ জন। এদের মধ্যে সিলেট জেলায় ১১ জন, ও সুনামগঞ্জ জেলায় ১জন, হবিগঞ্জ জেলায় ১জন এবং মৌলভীবাজার জেলায় ২৩ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ৫৫ টি স্যাম্পুল রিসিব করা হয়েছে তার মধ্যে ৫৮ জনের পরীক্ষা করা হলে ২০ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ৩৮ জনের আসে নেগেটিভ।এদের মধ্যে সিলেট জেলায় ৬জন, সুনামগঞ্জ জেলায় ১৪জন।
সব মিলিয়ে আক্রান্ত হলেন মধ্যে সিলেটে ১৭ জন, সুনামগঞ্জ ১৫ জন, হবিগঞ্জ ১জন এবং মৌলভীবাজারে ২৩ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১৫ জন।

