ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের মাইজপাড়া দাখিল মাদ্রাসার সাবেক ছাত্র ও সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম (২১) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা।বুধবার মাদ্রাসার শিক্ষার্থী নাজমুল হোসেনের সঞ্চালনায় ও রেদোয়ান হুসাইন সোহান’র সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষার্থী দ্বিন ইসলাম, ঈসা আহমেদ, মাহফুজ রহমান। উপস্থিত ছিলেন সরকারি কলেজের শিক্ষার্থী বিশ্বজিৎ নন্দী, রাজিব সূত্রধরসহ আরো অনেকে। এ সময় বক্তারা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, শান্তিপ্রিয় মৌলভীবাজারে যেন এরকম নৃশংস হত্যাকান্ড যাতে আর না ঘটে।
এদিকে, মানবাধিকার ফাউন্ডেশন নেতৃবৃন্দ হত্যাকান্ডস্থল পরিদর্শন করেছেন। বুধবার সংগঠনের সভাপতি এম মুহিবুর রহমান মুহিবের নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রুহেল খান আশরাফুল, সাংগঠনিক সম্পাদক ফজলে আমিন রাফসান, অর্থ সম্পাদক সত্রাজিত আচার্য, আইন সম্পাদক এডভোকেট মোঃ সাইফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার ফেসবুক আইডি খুলাকে কেন্দ্র করে শহরতলীর বর্ষিজোড়া গ্রামে কথা-কাটাকাটির জেরে একই এলাকার নুরুল ইসলাম গংরা হামলা চালিয়ে নাঈমকে জখম করে। পরে সে মারা যায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *