নিজস্ব প্রতিবেদক :: করোনায় দুটি ল্যাবে মোট পজেটিভ সনাক্ত হয়েছেন ৯১জন । সোমবার রাত পর্যন্ত সিলেটের নমুনা পরীক্ষা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৩০ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৬১ জন করোনা পজেটিভ ধরা পড়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭৬ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩০ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৫২ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ৮ জন ও পুরুষ ২২ জন। এদের মধ্যে সিলেট জেলায় ২৪ জন, ও সুনামগঞ্জ জেলায় ৩জন, হবিগঞ্জ জেলায় ১জন এবং মৌলভীবাজার জেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ৩২৪ টি স্যাম্পুল রিসিব করা হয়েছে তার মধ্যে ২৮২ জনের পরীক্ষা করা হলে ৬১ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ২২১ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলায় ২৮জন, সুনামগঞ্জ জেলায় ১৯জন, হবিগঞ্জ জেলায় ১জন এবং মৌলভীবাজার জেলায় ১৩জন ।
সব মিলিয়ে আক্রান্ত হলেন মধ্যে সিলেটে ৫২ জন, সুনামগঞ্জ ২২ জন, হবিগঞ্জ ২জন এবং মৌলভীবাজারে ১৫ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯১ জন।

