সিলেটসহ সারা দেশে প্রবাসীদের জন্য কমানো হয়েছে করোনা পরীক্ষার ফি। সাড়ে ৩ হাজার থেকে কমিয়ে এ ফি এখন দেড় হাজার করেছে সরকার।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা রোধে তাইওয়ান সরকারের পক্ষ থেকে পাঠানো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে, করোনা টেস্টের ফি কমানোতে স্বস্তি বিরাজ করছে প্রবাসী অধ্যুষিত সিলেটে। করোনাকালে সিলেটে আটকা পড়া অনেক প্রবাসী পড়েছেন আর্থিক সঙ্কটেও। তাই বিদেশে কর্মস্থলে ফিরতে বাধ্যতামূলক করা করোনা টেস্টের ফি সাড়ে ৩ হাজার টাকা তাদেকে বাড়তি দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলো। তবে এখন তাদের মাঝে অনেকটা স্বস্তি ফিরেছে বলেছে অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে।
সোমবার স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘পিসিআর টেস্টের জন্য আমরা যে ফি নির্ধারণ করেছিলাম তা কমিয়ে দেয়া হয়েছে। ২০০ টাকার টেস্ট ১০০ টাকা, ঘরে বসে টেস্ট ৫০০ থেকে ৩০০ টাকা করা হয়েছে। যারা টেস্ট করে বিদেশে যায় তাদের পরীক্ষা সাড়ে তিন হাজার থেকে কমিয়ে এক হাজার ৫০০ টাকা করে দেয়া হয়েছে।’
এ/০২

