ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজার জেলায় এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৭ হাজার ৫৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১১ হাজার ৪৯০ জন শিক্ষার্থী। মোট জিপিএ-৫ পেয়েছেন ৩০৭ জন। এবার পাসের হার ৬৫ দশমিক ৪০ শতাংশ। তবে কোন কলেজই শতভাগ পাস করতে পারেনি।মৌলভীবাজার সরকারি কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এক হাজার ২৩০ জন শিক্ষার্থী। পাস করেছে ১১০৪ জন। জিপিএ- ৫ পেয়েছেন ৮৫ জন শিক্ষার্থী। এ প্রতিষ্ঠানে পাসের হার ৮৯ দশমিক ৭৬।

সরকারি মহিলা কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো এক হাজার ৫০৫ জন। পাস করেছে ৯০৯ জন শিক্ষার্থী।

বিএএফ শাহীন কলেজ শমসেরনগর কলেজে পরীক্ষার্থী ছিল ২৯৮ জন। পাস ২৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১১১ জন। পাসের হার ৯৯ দশমিক ৬৬ জন। কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী  ছিল ৩৮৪। পাস করেছে ২২৫ জন। পাসের হার ৫৮ দশমিক ৫৯।সৈয়দ শাহ মোস্তফা কলেজে পরীক্ষার্থী ছিলো ৮১৬ জন। পাস করেছে ৪১৫ জন। জিপিএ-৫ পেয়েছে একজন। পাসের হার ৫০ দশমিক ৮৬। রাজনগন কলেজে পরীক্ষার্থী ছিল ৫৫৫ জন। পাস করেছে ৩৮১ জন। পাসের হার ৬৮ দশমিক ৬৫। বড়লেখা ডিগ্রি কলেজে পরীক্ষার্থী ছিলো ৭৬৯ জন। পাস করেছে ৪৭৩ জন। পাসের হার ৬১ দশমিক ৫১।এ ছাড়াও বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে পরিক্ষার্থী ছিলো ৬২৩ জন। পাস করেছে ৪০৪ জন। একজন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৬১ দশমিক ৫১। জুড়ী তৈয়বুন্নো খানম একাডেমি কলেজের শিক্ষার্থী ছিলো ৮৫৫ জন। পাস করেছে ৫০৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। পাসের হার ৫৯ দশমিক ৫৩।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *