দিশার প্রস্তুতি

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

দিশার প্রস্তুতি

বিনোদন ডেস্ক::নেত্রী দিশা পাটানি। এমন অযাচিত ছুটির সময়কেও কাজে লাগিয়েছেন তিনি। লকডাউনের অবসরেই নিজের পরবর্তী একাধিক ছবির কাজ এগিয়ে রেখেছেন এই নায়িকা। লকডাউনে ওয়ার্ক ফ্রম হোম করেছেন দিশা। অনলাইনেই নতুন চলচ্চিত্রের প্রস্তুতি সেরেছেন।
নতুন কিছু গল্প-স্ক্রিপ্ট পড়ে ফেলেছেন। ফলে বেশ কয়েকটি কাজে হ্যাঁ করে দিয়েছেন নায়িকা। লকডাউনের অবসর যাতে কোনও ভাবেই বিফলে না যায় সেকারণেই এমন প্রস্তুতি দিশার। এদিকে বেশ কয়েকটি কাজের কথা পাকা হয়ে গিয়েছে নায়িকার। দুটি নতুন বড় প্রজেক্টের কথা ঘোষণা করেছেন দিশা পাটানি। সালমান খানের পরের ছবির নায়িকা দিশা। ‘রাধে’ ছবির জন্য নিজের শরীর নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন দিশা। এছাড়া নিয়মিত শরীরচর্চাও চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, দিশাকে শেষ দেখা গিয়েছিল ‘মালাঙ্গ’ ছবিতে। সেখানে নিজের অভিনয় এবং নাচে দর্শকের মন জয় করেছিলেন এই নায়িকা।

এ/০৯

0Shares