সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হলো গণজাগরণের সাংস্কৃতিক উৎসব।
শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উৎসব পূর্ব আলোচনা সভা মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে অনলাইনে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুপ্রিয়া মিশ্র পরিচালনায় এবং অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন ও সুশিপ্তা দাশের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ প্রমুখ।
উৎসবে জেলা শিল্পকলা একাডেমী সংগীত, নৃত্য ও আবৃত্তিদল, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, গানঘর, গান পাঠশালা, রবিরাগ, অগ্নিকণা, নূপুর নিক্কন ও শ্রীমঙ্গল নৃত্যালয় অংশগ্রহণ করে।
কবিতা পাঠ করেন কবি আকমল হোসেন নিপু, কবি মুজাহিদ আহমেদ, কবি জয়নাল আবেদীন শিবু। আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী দেবাশীষ চৌধুরী ও ডোরা প্রেন্টিস।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ফেরদৌস আহমেদ, মৌমিতা সিনহা, গোপন চক্রবর্তী, জয়দীপ রায় রাজু, সুরঞ্জিত সুরণ, আলো দেবী, আইরিন মুন্নী, এস ডি শান্ত, টুম্পা দেবী প্রমুখ।
নৃত্যশিল্পী পরিবেশন করেন দেলোয়ার হোসেন দুর্জয়, সুমন দাশ, ঈশিতা বাহাদুর মৌ। অনুষ্ঠানে যন্ত্র শিল্পী ছিলেন কিবোর্ডে এডভোকেট প্রীতম দত্ত সজীব, গীটারে নিউটন, অক্টোপ্যাডে হিমেল দেবনাথ, তবলায় রাম গোপাল দাশ।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *