বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধন এবং চার জয়ীতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!ইউএনও (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাংবাদিক আব্দুর রব, সংবর্ধিত সফল জননী আনোয়ারা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মালেমহান দেবী, নতুন উদ্যমে জীবন শুরু করা সফল নারী শিল্পী বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী প্রিয়া চুনু, মহিলা সমিতির সভাপতি রোকশানা বেগম প্রমুখ। পরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চার নারীকে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

