ডায়াল সিলেট ডেস্ক ::   নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার গোবিন্দপুর বাজারসহ বিভিন্ন জায়গায় পেয়াজের পাইকারি বাজারে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

আজকের অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, আজকের তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পিয়াজ বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে গোবিন্দপুরবাজারে অবস্থিত ফাহিম স্টোরকে ৫ হাজার টাকা, আশরাফ এন্ড সাইফুল স্টোরকে ৫ হাজার টাকা, আব্দুল করিম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, আগামী দিনে ও অভিযান অব্যাহত থাকবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *