ডায়ালসিলেট ডেস্ক::চিনাকান্দি বিওপির টহল দল ২৪ আগস্ট রাতে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ২৩ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৪,৫০০/- টাকা।
Thank you for reading this post, don't forget to subscribe!লাউরগড় বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ৫১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১টি প্লাটিনা মোটর সাইকেল আটক করে, যার মূল্য ১,৩৫,৩০০/- টাকা।
ডুলুরা বিওপির টহল দল ২৫ আগস্ট বিশ্বম্ভরপুর উপজেলাধীন শলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদী হতে ৪০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০৪টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ২,০৪,৮০০/- টাকা।
চিনাকান্দি বিওপির টহল দল ২৫ আগস্ট বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৩,০০০/- টাকা।
মাছিমপুর বিওপির টহল দল ২৫ আগস্ট বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের শরীফগঞ্জ নামক স্থান হতে ০৬ বোতল ভারতীয় মদসহ ০১টি প্লাটিনা মোটর সাইকেল আটক করে, যার মূল্য ১,২৯,০০০/- টাকা।
আটককৃত ভারতীয় মদ ও ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং পাথর, মোটর সাইকেল এবং বারকী নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম জানান।
এ/০৫

