শাবিপ্রবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল বনায়ন ও সৌন্দর্য বর্ধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!
উদ্বোধনকালে বনায়ন ও সৌন্দর্য বর্ধন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আারফিন খাঁন, কমিটির সদস্য সহযোগী অধ্যাপক স্থপতি সুব্রত দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

