ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশ দলের জনপ্রিয় পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস দলে নিয়া হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে আইপিএল এর ম্যাচে মোস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়েলস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। কিন্তু এবার তার থাকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই দলে নিলামের মাধ্যমে কিনে নিয়েছে ।
গতবার দিল্লি ক্যাপিটালসে ছিলেন মোস্তাফিজ। ২০২২ সালে তাকে নিলামে কেনার পর ২০২৩ আসরেও ধরে রেখেছিল দলটি। তবে এবার নিলামের আগে ছেড়ে দেয়।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু। হায়দরাবাদে দুই মৌসুম কাটানোর পর ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন ফিজ। এরপর ২০২১ মৌসুমে খেলেছেন রাজস্থান রয়্যালসে। পরের মৌসুমে তাকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। এবার সেই টাইগার পেসারের নতুন ঠিকানা ধোনির নেতৃত্বাধীন চেন্নাই এর দলে।

