
ডায়ালসিলেট ডেস্ক:: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চোলাইমদ সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গত মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ৩ টায় র্যাব – ৯, সিপিসি – ২ (শ্রীমঙ্গল ক্যম্প) এর একটি দল মেজর আহমেদ নোমান জকি ও সিনিয়র এএসপি মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে শ্রীমঙ্গল কলেজ রোড এলাকা থেকে ৪৫ লিটার দেশীয় চোলাই মদ সহ জনৈক সুবল সিং (৪৩) কে গ্রেফতার করেন।
জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পরবর্তীতে র্যাব আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করে।