ডায়ালসিলেট ডেস্ক::দুর্নীতির দায়ে ডাক বিভাগের চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে। ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগ এ দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাদের সোপর্দ করে বলে জানান কোতয়ালী থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ডাক বিভাগের ওই দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়। তারা হলেন- সারওয়ার আলম ও নুর মোহাম্মদ। তারা তিন গ্রাহকের ৪৫ লাখ টাকা আত্মসাৎ করার প্রমাণ পেয়েছে ডাক বিভাগের অডিট বিভাগ।

ডাক বিভাগের পরিদর্শক রাজিব পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের তিন গ্রাহকের ৪৫ লাখ টাকা অভিযুক্ত সারওয়ার আলম ও নুর মোহাম্মদ তাদের হিসাবে জমা না দিয়ে নিজেরা আত্মসাৎ করেছেন। আমাদের অডিটে তা ধরা পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আমরা তাদেরকে পুলিশে সোপর্দ করেছি। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

ডাক বিভাগের আরেক কর্মকর্তা জানান, নুর মোহাম্মদ ও সারওয়ার আলম মিলে ওই তিন গ্রাহককে তারা হিসাবের ভুয়া কাগজপত্র দিয়েছেন। ওই হিসাবের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়নি।
জমা দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে এই দুই জন টাকা আদায় করতেন। আমাদের অডিটে তা ধরা পড়ার পর তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *