বিনোদন ডেস্ক :: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ‘আমি বাংলায় গান গাই’ এর স্রষ্টা বর্ষীয়ান গীতিকার, সুরকার প্রতুল মুখোপাধ্যায়।

জানুয়ারি মাসের শুরুর দিকেই হাসপাতালে ভর্তি করানো হয় প্রতুল মুখোপাধ্যায়কে। তাঁর নাক দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। তাই তাঁকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি এসএসকেএমে উডবার্ন ওয়ার্ডে ভর্তি আছেন। আনন্দবাজার পত্রিকার খবরে এমনটাই জানানো হয়েছে।

বর্ষীয়ান গীতিকার, সুরকারকে দেখতে সোমবার হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে এসএসকেএম হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে তাঁর স্বাস্থ্য নিয়ে কথা বলেন।

প্রসঙ্গত, ১৯৪২ সালে অবিভক্ত বাংলার বরিশালে প্রতুলের জন্ম। তাঁর বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। দেশভাগের সময় তিনি সপরিবার ভারতে চলে আসেন। প্রতুলের শৈশব কেটেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুঁড়ায়। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন প্রতুল। তাঁর অনেক সৃষ্টির মধ্যে ‘আমি বাংলায় গান গাই’ জনমানসে বিশেষ সমাদৃত।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *