ডায়াল সিলেট ডেস্ক :: বিএনপির নীতি-নির্ধারণী ফোরামের কারাবন্দি সদস্যদের বাসায় গেলেন কারাগারের বাইরে থাকা দলটির সিনিয়র নেতারা। এসময় তারা কারাবন্দি নেতাদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য একে একে কারাবন্দি নেতাদের বাসায় যান। এ সময় অন্য নেতারাও সঙ্গে ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিকেল চারটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যান দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগমের কাছে পরিবারের খোঁজ-খবর নেন। এসময় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ মানিক ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস সঙ্গে ছিলেন।’

তিনি বলেন, ‘এদিন বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ইয়াসিন।’

শায়রুল কবির খান আরও বলেন, ‘একই দিন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিকেল ৫টায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসায় যান দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।’

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *