ডায়াল সিলেট ডেস্ক :: দীর্ঘ ১১ মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
Thank you for reading this post, don't forget to subscribe!
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৮ টা ২০ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুন্না বলেন, জালিমের কারাগার থেকে মুক্তি মিললেও দেশের মানুষের তো মুক্তি মেলেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলছে। জেল, মামলা দিয়ে জিয়ার আদর্শের শক্তিকে থামানো যাবে না। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় জেল-জুলুম-হুলিয়া কোনো কিছুর পরোয়া করি না। জনগণের অধিকার আদায়ের সারাজীবন লড়াই চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।
গত বছরের ৭ মার্চ মুন্নাকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। এসব মামলায় জামিন পেয়ে মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

