স্পোর্টস ডেস্ক::লিওনেল মেসিকে দলবদল সংক্রান্ত আইনী পরামর্শ দেয়ায় ‘কুয়াত্রেকাসাস’ ল ফার্মকে বরখাস্ত করেছে বার্সেলোনা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই ল ফার্মের পরামর্শেই গত মঙ্গলবার বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনাকে ক্লাব ছাড়ার কথা জানান মেসি।

বার্সেলোনার দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত না জানানোয় নতুন মৌসুমের জন্য মেসির চুক্তি কার্যকর হয়ে গেছে। তবে মেসির আইনজীবীরা মনে করেন, করোনা ভাইরাসের কারণে মৌসুম শেষ হতে বিলম্ব হওয়ায় চুক্তি কার্যকর হয়নি। অর্থাৎ মেসি এখন ফ্রি ট্রান্সফারে নতুন ক্লাবে যোগ দিতে পারবেন।

এ নিয়ে ‘অনমনীয়’ মনোভাব বজায় রেখেছে দু’পক্ষই। আগামীকাল সোমবার থেকে অনুশীলন শুরু বার্সেলোনার। তার আগে আজ রোববার কভিড-১৯ পরীক্ষা করাতে হবে ফুটবলারদের। সেই পরীক্ষায় অংশ নেবেন না বলে বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন মেসি। ছয়বারের ফিফা বর্ষসেরা বার্সেলোনা ছাড়তে চান একটা সৌহার্দ্যপূর্ণ বোঝাপড়ার মাধ্যমে।

সেজন্য ক্লাবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন। কিন্তু কাতালান জায়ান্টরা জানিয়ে দিয়েছে, শুধুমাত্র নতুন চুক্তি নিয়ে কথা বলতে চাইলেই কেবল তারা আলোচনার টেবিলে বসতে রাজি। মেসি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *