নিজস্ব প্রতিবেদক ::  সিলেট গত ২৪ঘন্টায় করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন ৭৯ জন এবং মারা গেছেন ৩জন। রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪৯জন , সুনামগঞ্জ জেলার ১০, হবিগঞ্জের ৯ ও মৌলভীবাজারে ১১ জন এবং করোনায়  মারা যাওয়া অপর ৩জনের মধ্যে  সিলেট জেলার ২ জন এবং সুনামগঞ্জ জেলার ১জন রয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট বিভাগে এপর্যন্ত মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ১১৩২৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬ হাজার ০২০ জন, সুনামগঞ্জে ২ হাজার ১৩২, হবিগঞ্জে ১ হাজার ৬০৯ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৫৬২ জন।

সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন ১২৯ জন। এর মধ্যে সিলেটে ৭৫, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ২৭ ও মৌলভীবাজারে ১৫ জন।

এপর্যন্ত করোনা থেকে  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮হাজার ৩২৫জন। এর মধ্যে সিলেটে ৪ হাজার ২৮৯, সুনামগঞ্জ ১হাজার ৭৮৮জন, হবিগঞ্জ ১হাজার ০৫৬জন এবং মৌলভীবাজারে ১হাজার ১৯২জন।

সিলেটবিভাগজুড়ে মারা গেছেন ১৯৫জন। তার মধ্যে সিলেটে ১৪২জন, সুনামগঞ্জ ২১জন, হবিগঞ্জে ১২জন, মৌলভীবাজার ২০জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *